গ্রেটার হিমালয় ন্যাশনাল পার্কে দেখা মিলল এক অভিনব দৃশ্যের, রাস্তার ফুটপাথ ধরে নিজের খেয়ালে হেঁটে বেরাচ্ছে এক লেপার্ড। ১৪ জানুয়ারি ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের কুল্লুর তির্থান উপত্যকায়। রাস্তায় চলছে গাড়ি, মানুষের চিৎকার; কোনওকিছুতেই যেন তার কিছু যায় আসে না, সে রয়েছে তার আপন খেয়ালে। কিছুক্ষণ একা একা হাঁটার পর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পর্যটকদের সঙ্গে খেলায় মত্ত হয়ে ওঠে লেপার্ডটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি, অনেকেই গাড়ি থামিয়ে রাস্তায় নেমে আসেন এবং লেপার্ডের ভিডিও তুলতে থাকেন। তবে শিশু লেপার্ডটির ব্যবহার দেখে বিস্মিত ওয়াইল্ডলাইফ কনসারভেশন ট্রাস্টের সিইও অনিশ আন্ধেরিয়া। \"শিশু লেপার্ডরা অনেক বেশি লাজুক হয়, ভিডিওতে লেপার্ডের ব্যবহারের একেবারে বিপরীত,\" দাবি অনিশ আন্ধেরিয়ার। তবে পর্যটকদের সঙ্গে খেলায় মত্ত এই লেপার্ডটি কারওর কোনও ক্ষতি করেনি বলেই খবর।